তিশার মেয়ে ইলহামের সিনেমায় অভিষেক

নিউজ এশিয়া২৪ ডেস্ক: মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার মেয়ে ইলহামের সিনেমায় অভিষেক হয়েছে।

মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার বাস্তব জীবনের প্রেমের গল্পে আবর্তিত হয়েছে ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ সিনেমায়।

trisha

তাদের আসল জীবনের নানান চড়াই-উতরাইয়ের গল্প মিশে আছে এতে।

এ সিনেমার মাধ্যমে প্রথমবার অভিনয়েও নাম লিখিয়েছেন ফারুকী।

গুরুত্বপূর্ণ একটি চরিত্রে রয়েছেন তিশা। শুধু তা-ই নয়, এ সিনেমার মাধ্যমে প্রথমবার চলচ্চিত্রের পর্দায় দেখা যাবে তাদের কন্যাসন্তান ইলহামকেও।

প্রকাশিত ‘জোছনার ফুল’ গানে সামনে এলো ইলহাম।

বুধবার (৮ নভেম্বর) প্রকাশ্যে এসেছে গানটি। এর কথা লিখেছেন শারমিন সুলতানা সুমি। সংগীতায়োজন করেছেন পাভেল আরিন। সুর করেছেন সুমি-পাভেল দুজন মিলেই।

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’র এ গান শেয়ার করে ফারুকী লিখেছেন, ‘আমি জানি না আমার অনুভূতি গুছিয়ে লিখতে পারব কি না।

কিন্তু এই গানটা আমাদের জন্য আজীবন একটা বিশেষ কিছু হয়ে থাকবে। আমাদের ইলহামের প্রথম কোনো প্রফেশনাল কাজে অ্যাপিয়ারেন্স এই মিউজিক ভিডিওতে।’

গানটি নিজের ভেরিফায়েড প্রোফাইলে শেয়ার করেছেন নুসরাত ইমরোজ তিশাও। তিনি লিখেছেন, “একজন মায়ের চিঠি তার সন্তানের কাছে।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় এসে গেছে ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ ছবির প্রথম গান।”

চরকির ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রজেক্টে দুটি সিনেমা পরিচালনা করেছেন মোস্তফা সরয়ার ফারুকী।

You May Also Like

+ There are no comments

Add yours