ইসলামের কিছু প্রশ্ন ও উত্তর… ( পর্ব-১ )

ইসলামের অনেক খুটিনাটি সাধারন বিষয় আছে যেগুলো আমরা অবগত নই। তাই  ইসলামের কিছু প্রশ্ন এবং উত্তর আকারে “নিউজ এশিয়া২৪” এর পাঠকদের জন্য তুলে ধরা হলোঃ 

islamic-question-answer-newsasia24-1

প্রশ্ন: নবী করিম সা. এর নাম কি?

উত্তর : মুহাম্মদ ।

প্রশ্ন: নবী করিম সা. এর পিতার নাম কি?

উত্তর : আব্দুল্লাহ ।

প্রশ্ন : নবী করিম সা. এর মাতার নাম কি?

উত্তর : আমেনা।

প্রশ্ন : নবী করিম সা. এর দাদার নাম কি?

উত্তর : আবদুল মুত্তালিব ।

প্রশ্ন : নবী করিম সা. এর দাদীর নাম কি?

উত্তর : ফাতেমা বিনতে আমর ইবনে আয়েদ।

প্রশ্ন : নবী করিম সা. এর নানার নাম কি?

উত্তর : ওয়াহহাব

প্রশ্ন : নবী করিম সা. এর নানীর নাম কি?

উত্তর : বাররা বিনতে আব্দুল উজ্জাছিল ।

প্রশ্ন : নবী করিম সা. এর জন্ম কত সালে জন্ম গ্রহণ করেন?

উত্তর : নবী করিম সা. এর ৫৭০ খ্রি: ১২ই রবিউল আওয়াল সোমবার দিনে জন্ম গ্রহণ করেন ।

প্রশ্ন : রাসুল সা. কোন ঘরে জন্ম গ্রহণ করেন?

উত্তর : রাসুল সা. ইবনে ইউসুফের ঘরে জন্ম গ্রহণ করেন। এ ঘরটি ইবনে ইউসুফের নামে প্রসিদ্ধ ।

প্রশ্ন : কোন বংশে জন্ম গ্রহণ করেন ?

উত্তর : কুরাইশ বংশে

প্রশ্ন : তার দুধ মাতার নাম কি?

উত্তর : হালিমা ।

প্রশ্নঃ রাসুল সা. কোন সাওয়ারীর উপর সোওয়ার হয়ে মিরাজে তাশরিফ নিয়ে ছিলেন?

উত্তর : নবী করিম সা. সাদা রং এর বোরাক নামক সোয়ারীর উপর সোওয়ার হয়ে মিরাজে তাশরিফ নিয়েছিলেন।

প্রশ্ন : নবী করিম সা. এর সোওয়ারীর উচ্চতা কতটুকু ছিল?

উত্তর : নবী করিম সা. এর সোওয়ারীর উচ্চতা ছিল গাধা থেকে একটু উঁচু এবং খচ্চরের থেকে একটু নিচু ।

প্রশ্ন : রাসুল সা. বোরাক এর উপর যখন সোওয়ার হয়েছিলেন। তখন রেকাব এবং লাগাম কে ধরেছিলেন ?

উত্তর : হযরত জিবরাইল আ. ধরেছিলেন রেকাব এবং হযরত মিকাঈল আ. ধরেছিলেন লাগাম।

প্রশ্ন : রাসুল সা. মেরাজের রাত্রে আম্বিয়াদের ইমামতি কোন স্থানে এবং কত রাকাত নামাযের ইমামতি করেছিলেন?

উত্তর : নবী করিম সা. বায়তুল মুকাদ্দাসে সমস্ত আম্বিয়াদের নিয়ে দুইরাকাত নামায় আদায় করেছিলেন।

>> ইসলামের কিছু প্রশ্ন ও উত্তর-২য় পর্ব দেখতে চোঁখ রাখুন নিউজ এশিয়া২৪” এ

You May Also Like

+ There are no comments

Add yours