পরিবহন মালিক-শ্রমিকদের প্রতি ডিএমপি’র ১০টি নির্দেশনা

নিউজ এশিয়া২৪ ডেস্ক: পরিবহন মালিক-শ্রমিকদের বেশকিছু নির্দেশনা দিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। রবিবার (১২ নভেম্বর) ডিএমপি সদরদপ্তরের এক বৈঠকে এ নির্দেশনা দেয়া হয়।

পরিবহন মালিক-শ্রমিকদের প্রতি নির্দেশনা-

১. প্রতিটি স্টপেজে বাসের এবং যাত্রীদের ছবি তুলে রাখতে হবে।

২.যেখান সেখান থেকে অর্থাৎ স্টপেজ ছাড়া কোনো যাত্রী উঠানো যাবে না এমনকি নামানো যাবে না।

৩. কন্ডাক্টর যাত্রীদের বিভিন্ন বিষয় সচেতন করবেন।

৪. রাতে যেখানে সেখানে বিচ্ছিন্নভাবে বাস পার্কিং না করে, কোনো উন্মুক্ত স্থানে অনেকগুলো বাস একসাথে রাখতে হবে। সেখানে নিজস্ব পাহারার মাধ্যমে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।

৫. বাসে রেখে ড্রাইভার ও হেলপার কখনই একই সাথে বিশ্রামেবো খেতে যাবেন না।

৬. যারা নাশকতাকারীদের সম্পর্কে তথ্য দিতে পারবেন তাদের জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা রয়েছে।

৭. ড্রাইভারকে একা বাস পরিচালনা করতে দেওয়া যাবে না। তার সাথে হেলপার থাকবে এবং ও অতিরিক্ত ব্যক্তি থাকতে হবে।

আরও পড়তে পারেন:>> খোকসায় দেশীয় অস্ত্রসহ আটক ১

৮. রাতে বাসের মধ্যে ঘুমানো যাবে না। একজন হলেও পাহারার ব্যবস্থা করতে হবে।

৯. একটি বাসে যদি দুইটি দরজা থাকে সেক্ষেত্রে পিছনের দরজাটি অবশ্যই বন্ধ রাখতে হবে।

১০. মালিকপক্ষ সবাই ড্রাইভার ও হেলপারদের অবশ্যই নিরাপত্তা সংক্রান্তে নির্দেশনা প্রদান করতে হবে এবং যাত্রীদের জন্য সর্তকর্তার জন্য প্রতিটি বাসে স্টিকার লাাগাতে হবে।

write-earn-newsasia24

অন্যদিকে, আজ সোমবার (১৩ নভেম্বর) সকাল ৬টা থেকে বিএনপি ও সমর্থক দলগুলোর চতুর্থ দফায় ৪৮ ঘণ্টার অবরোধ চলছে।

২৮ অক্টোবর মহাসমাবেশ পণ্ড ও নেতাকর্মীদের গ্রেফতার এবং সরকারের পদত্যাগের দাবিতে এ অবরোধ দেওয়া হয়। এই অবরোধে গত কয়েকদিনে বেশ কয়েকটি বাসে আগুন দেওয়া হয় ।

আরও পড়ুন:
google-news-follow-us-newsasia24
গুগোল নিউজ ফলো করতে ক্লিক করুন

You May Also Like

+ There are no comments

Add yours