মীর মোশাররফ হোসেনের ১৭৬ তম জন্ম বার্ষিকী পালন

এম এ ওহাব, কুমারখালী থেকেঃ অমর কথাসাহিত্যিক মীর মোশাররফ হোসেন এর ১৭৬ তম জন্ম বার্ষিকী পালন উপলক্ষে ২ দিন ব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, লাঠিখেলা ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়।

সোমবার (১৩ নভেম্বর) বিকাল সাড়ে চারটায় কুষ্টিয়ার কুমারখালীর চাপড়া ইউনিয়নের লাহীনি পাড়ায় মীর মোশাররফ হোসেন এর বাস্ত ভিটায় এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ এহেতেশাম রেজা।

mir-mosarrof-hossain-newsasia24 2

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের , কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর ।

কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল’র সভাপতিত্বে আলোচনায় অংশ নেন লেখক ও গবেষক ড.আমানুর আমান, কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ শিশির কুমার রায়,কবি আলম আরা জুই,কবি সৈয়দ সাদিক।

আরও পড়ুন: 

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন, গীতা ও বাইবেল থেকে পাঠ করা হয়।

অনুষ্ঠান পরিচালনা করেন কুমারখালী উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) আমিরুল আরাফাত। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক মনজু।

বিশিষ্ট এই কথা সাহিত্যিক এর জন্ম বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

You May Also Like

+ There are no comments

Add yours