নিউজ এশিয়া২৪ ডেস্ক: আগমীকাল থেকে ফের ৪৮ ঘন্টার অবরোধ কর্মসূচি ঘোষনা করেছে বিএনপিসহ সমমনা ৩৬ রাজনৈতিক দল। মাঝে একদিন বিরতি দিয়ে ফের অবরোধের ডাক দিয়েছে তারা।
আগামীকাল বুধবার (১৫ নভেম্বর) সকাল ৬টা থেকে শুক্রবার (১৭ নভেম্বর) সকাল ৬ টা পর্যন্ত একদফা দবিতে অবরোধের ডাক দেয়া হয়েছে। এতে রাজপথ, রেল ও নৌপথ এ অবরোধের আওয়তাধীন থাকবে।
গত ২৮ অক্টোবর থেকে ঢাকাতে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে হামলা ও সংঘর্ষের ঘটনায় বিএনপি-জামায়াত সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করেছিল।
পরবর্তিতে একদিনের বিরতি দিয়ে ৩১ অক্টোবর থেকে টানা তিনদিন সর্বত্র অবরোধ কর্মসূচি দেওয়া হয়েছিল। এরই মধ্যে বিএনপির শীর্ষস্থানীয় অনেক নেতা আটক হন। তাদের বেশীরভাগ নেতা বর্তমানে কারাগারে।