লিমা: চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে এবং আরেকজন এখনও নিখোঁজ রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে দুই বন্ধু গোসল করতে নেমে মাহমুদ উল্লাহ (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সিফাত (১০) নামে শিশু এখনও নিখোঁজ।
আজ মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার কাজীপাড়ার নতুনপাড়া ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
শিশু মাহমুদ উল্লাহ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের কাজিপাড়া গ্রামের আ. রাজ্জাকের ছেলে এবং সিফাত একই এলাকার মো. হানিফের ছেলে।
খবর পেয়ে সন্ধ্যায় ফায়ার সার্ভিস কর্মীরা মাহমুদ উল্লাহর মরদেহ উদ্ধার করতে পারলেও সিফাত নিখোঁজ রয়েছে। ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছে।
আরও পড়ুন:
- একজন সরকারি কর্মকর্তার মানবিক কর্মকাণ্ড
- মীর মোশাররফ হোসেনের ১৭৬ তম জন্ম বার্ষিকী পালন
- খোকসায় দেশীয় অস্ত্রসহ আটক ১
- একসঙ্গে জন্ম নেওয়া ৫ নবজাতকই মারা গেছে
চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মাহবুবুল ইসলাম একজনের মরদেহ প্রাপ্তির বিষয়টি স্বীকার করে বলেন, নিখোঁজ শিশুটিকে উদ্ধারে তারা আপ্রান চেষ্টা
করছে।