শিরোনাম
48-hours-hortal-bnp-newsasia24

আজ থেকে ফের ৪৮ ঘন্টার হরতাল

নিউজ এশিয়া২৪ ডেস্ক: আজ থেকে ফের ৪৮ ঘন্টার অবরোধ কর্মসূচি ঘোষনা করেছে বিএনপিসহ সমমনা ৩৬ রাজনৈতিক দল। মাঝে একদিন বিরতি দিয়ে ফের অবরোধের ডাক দিয়েছে তারা।

আজ বুধবার (১৫ নভেম্বর) সকাল ৬টা থেকে শুক্রবার (১৭ নভেম্বর) সকাল ৬ টা পর্যন্ত একদফা দবিতে অবরোধের ডাক দেয়া হয়েছে। এতে রাজপথ, রেল ও নৌপথ এ অবরোধের আওয়তাধীন থাকবে।

গত ২৮ অক্টোবর থেকে ঢাকাতে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে হামলা ও সংঘর্ষের ঘটনায় বিএনপি-জামায়াত সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করেছিল।

আরও পড়ুন:

write-earn-newsasia24

পরবর্তিতে একদিনের বিরতি দিয়ে ৩১ অক্টোবর থেকে টানা তিনদিন সর্বত্র অবরোধ কর্মসূচি দেওয়া হয়েছিল। এরই মধ্যে বিএনপির শীর্ষস্থানীয় অনেক নেতা আটক হন। তাদের বেশীরভাগ নেতা বর্তমানে কারাগারে।

google-news-follow-us-newsasia24
গুগোল নিউজ ফলো করতে ক্লিক করুন
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *