শিরোনাম
election-commision-newsasia24-habibul-awal

তফসিল ঘোষনা করলেন সিইসি

নিউজ এশিয়া২৪ ডেস্ক: জাতির উদ্দেশে তফসিল ঘোষনা করলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

আজ বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭ টায় বিটিভিতে সরাসরি সম্প্রচারে এ ঘোষনা দেন তিনি।

ঘোষনায় তিনি বলেন, আগমাী ২০২৪ সালের জানুয়ারি মাসের ৭ তারিখ (রবিবার) জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এতে রিটার্নিং অফিসার রয়েছেন ৬৬ জন এবং ৫৯২ জন সহকারী রিটার্নিং অফিসার রয়েছেন। মনোয়োন পত্র দাখিলের শেষ তারিখ আগামী ৩০ নভেম্বর। মনোয়োন পত্র বাছাই হবে ডিসেম্বরের ১ তারিখ থেকে ৪ তারিখ পর্যন্ত।

তিনি আরও বলেন, রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনের আপিল দায়ের ও নিষ্পত্তি হবে আগামী ডিসেম্বরের ৬ তারিখ থেকে ১৫ তারিখ পর্যন্ত। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ আগামী ডিসেম্বরের ১৭ তারিখ এবং প্রতীক বরাদ্ধ করা হবে ডিসেম্বরের ১৮ তারিখে।

আরও পড়ুন: 

নির্বাচনী প্রচারনা চলবে আগামী ডিসেম্বরের ১৮ তারিখ থেকে ২০২৪ সালের জানুয়ারী মাসের ৫ তারিখ সকাল ৮ টা পর্যন্ত। ভোট গ্রহণ হবে ২০২৪ সালের জানুয়ারী মাসের ৭ তারিখে।

পরিশেষে, তিনি সবার কাছে সহযোগীতা কামনা করে বলেন, ভোট গ্রহণ যাতে সবার অংশ্গ্রহণমূলক এবং উৎসব মুখর হয়। কোন প্রকার অপ্রীতিকর পরিস্থিতি যেন না ঘটে।

 

https://youtu.be/P4Q-DCjnFiU

google-news-follow-us-newsasia24
গুগোল নিউজ ফলো করতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *