নিউজ এশিয়া২৪ ডেস্ক: উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে লঘুচাপ নিম্নচাপে পরিণত হয়েছে। ফলে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
বুধবার (১৫ নভেম্বর) মধ্যরাতে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, নিম্নচাপটি আরও উত্তর-পশ্চিম দিকে ঘনীভূত হয়ে এগোতে পারে। তবে নিম্নচাপটির ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা খুবই কম।
তিনি আরও জানান, নিম্নচাপটির কেন্দ্রের ৪৪ কিলোমটিারের মধ্যে বাতাসের গতিবেগ থাকবে ঘন্টায় ৪০ কি.মি। যা ৫০ কিমি পর্যন্ত বর্ধিত হতে পারে।
আরও পড়ুন:
সাগরের গভীরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থাকার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার নিম্নচাপটি আরও ঘনীভূত হতে পারে। ফলে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগে কিছু এলাকায় দমকা হাওয়াসহ মাঝারি ধরনের বৃষ্টিসহ বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেসময় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কম থাকতে পারে।
+ There are no comments
Add yours