নিউজ এশিয়া২৪ ডেস্ক: এবার ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি। সরকারের পদত্যাগের দাবি এবং তফশিল ঘোষণার প্রতিবাদে সারা দেশে হরতাল ডেকেছে বিএনপি।
আজ বৃহস্পতিবার(১৬নভেম্বর) বিকালে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দুই দিন হরতালের এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী বলেন, ‘এই সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার দাবিতে এক দফা এবং গতকাল (বুধবার) নির্বাচন কমিশন যে একতরফা তফশিল ঘোষণা করেছে, তার প্রতিবাদে হরতাল কর্মসূচি ঘোষণা করছি।’
বিএনপির এই নেতা আরও জানান, ঢাকাসহ দেশব্যাপী রবিবার(১৯নভেম্বর) ভোর ৬টা থেকে মঙ্গলবার(২১নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার এই হরতাল চলবে।
আরও পড়ুন:
- আজ থেকে ফের ৪৮ ঘন্টার হরতাল
- আগমীকাল থেকে ফের ৪৮ ঘন্টার অবরোধ
- সুষ্ঠুভাবে অবাধ, নিরপেক্ষ নির্বাচন করা—এটাই আমাদের লক্ষ্য
- চতুর্থ দফায় ৪৮ ঘণ্টার অবরোধের ডাক দিল বিএনপি
গতকাল (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বিএনপি এই তফশিল প্রত্যাখ্যান করেছে।
+ There are no comments
Add yours