বড় ধরনের আঘাত আনতে পারে মিধিল

নিজস্ব প্রতিবেদক: নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘মিধিলি’এ রুপ নিয়েছে। ফলে বড় ধরনের আঘাত আনতে পারে মিধিল। এর প্রভাবে মোংলা বন্দর ও পায়রা বন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। অপরদিকে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরসমূহকে ৬ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।

weather-news-newsasia24

দেশের রাজধানীসহ বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত শুরু হয়েছে। উপকূলীয় এলাকায় ঝোরো হাওয়াসহ বৃষ্টিপাত শুরু হয়েছ্। সমুদ্রপৃষ্ঠ থেকে ক্রমেই উপকূলের দিকে এগিয়ে আসছে মিধিল।

আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে, এর অগ্রভাগ আজ দুপুরের মধ্যেই উপকূল অতিক্রম করবে। সেই সাথে সন্ধ্যার মধ্যে মিধিলের কেন্দ্র বা মূল অংশ অতিক্রম করতে পারে।

আরও পড়ুন:

গতকাল রাত থেকেই উপকূলীয় অঞ্চলগুলোতে বৃষ্টিপাত শুরু হয়েছে। আজ দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

৩-৫ ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা লক্ষীপুর, ফেনী, বরগুনা, পটুয়াখালী, ভোলা এবং কাছের দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল।
সাগরে থাকা সব নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

google-news-follow-us-newsasia24
গুগোল নিউজ ফলো করতে ক্লিক করুন

You May Also Like

+ There are no comments

Add yours