নিউজ এশিয়া২৪ ডেস্ক: খুলনা থেকেই তথ্য মিলবে ভারতের আমরি হাসপাতালের। আমরি হাসপাতাল খুলনায় নিজেদের তথ্য কেন্দ্র খুলেছে ।
ভারতে চিকিৎসা সুবিধার জন্য ভারতের বেসরকারি স্বাস্থ্য সেবাদানকারী আমরি হাসপাতাল খুলনায় নিজেদের তথ্য কেন্দ্র খুলেছে।
ফলে খুলনা সহ বাংলাদেশের সব স্থনের মানুষই এই অত্যাধুনিক চিকিৎসা সুবিধা পাবেন।
আজ শনিবার (১৮ নভেম্বর) বিকেলে সোনাডাঙ্গা এলাকার আমীন ম্যানসনে আমরি হাসপাতালের কর্ণধার রুপক বড়ুয়া তথ্যকেন্দ্রটি উদ্বোধন করে।
তার সঙ্গে উপস্থিত ছিলেন প্রথিতযশা স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডা. কৌশিক দত্ত।
উদ্বোধন অনুষ্ঠানে রুপক বড়ুয়া বলেন, বাংলাদেশের জনগণের সঙ্গে আমরি হাসপাতালের সম্পর্ক বহুদিনের।
খুলনা তথা বাংলাদেশের সব মানুষকে কলকাতার চারটি হাসপাতালের শ্রেষ্ঠতম চিকিৎসক ও আধুনিক প্রযুক্তি সম্পন্ন যে চিকিৎসা পরিষেবা দেওয়া হবে তা পৌঁছে দিতেই এ তথ্যকেন্দ্রটি তৈরি করা হয়েছে বলেও জানানো হয়।
আরও পড়ুন:
- আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন ক্রিকেটার সাকিব আল হাসান
- সোনার নতুন দাম!
- দুই শতাধিক কাঁচাঘর কেড়ে নিল মিধিলি; নিখোঁজ -১
এখন থেকে খুলনাবাসী নিজ শহরে বসেই আমরির ডাক্তারদের অ্যাপয়নমেন্ট ও বিভিন্ন পরীক্ষা আর সার্জারির ব্যাপারে জানতে ও বুকিং করতে পারবেন।
এছাড়াও ভিসা ও গেস্টহাউস বুকিংয়ের সুবিধাও থাকবে এই তথ্যকেন্দ্রে।
+ There are no comments
Add yours