এক সপ্তাহ আগেই গ্রাম থেকে ঢাকায় এসে কাজ নিয়েছিলো রবিউল: বাবা

শ্যামপুরে স্টিল কারখানায় বিস্ফোরণ; দগ্ধ ৪, নিহত ১

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকার শ্যামপুরে একটি স্টিল কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছ্। এতে ৪ জন শ্রমিক দগ্ধ হয়েছেন, এদের মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

নিহত শ্রমিকের নাম রবিউল ইসলাম(১৯)। আজ রবিবার (১৯ নভেম্বর) ভোরে শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়।

সার্জন ডা. তরিকুল ইসলাম জানান, রবিউল হাই ডিপেন্ডেন্সি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ভোরে সে মারা গেছে। অপরদিকে, আমিরুল ইসলাম (৩৫) নামে একজন ভর্তি আছেন। আর বাকি দুজন ছাড়পত্র নিয়ে চলে গেছেন।

উল্লেখ্য, গত শনিবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ১০টার দিকে শ্যামপুর বাসেদ স্টিল কারখানায় এই বিস্ফোরণের ঘটে।

এতে দগ্ধ হন, শাহ আলম (৩৫), আমিরুল ইসলাম (৩৫) , মাজহারুল ইসলাম (৩৭) ও শ্রমিক রবিউল ইসলাম (১৯) নিহত হন।

আরও পড়ুন:

মৃত রবিউলের বাড়ি বরগুনার পটকাখালি গ্রামে। তার বাবার নাম মো. সিদ্দিক।

রবিউলের বাবা জানান, এক সপ্তাহ আগেই গ্রাম থেকে ঢাকায় এসে স্টিল মিলটিতে কাজ নিয়েছিলো রবিউল।

[dropcap][/dropcap]

google-news-follow-us-newsasia24
গুগোল নিউজ ফলো করতে ক্লিক করুন

You May Also Like

+ There are no comments

Add yours