নিউজ এশিয়া২৪ ডেস্ক: শীত আসছে, ত্বকের আর্দ্রতা ধরে রাখতে বানিয়ে নিন অ্যালোভেরা ক্রিম।
শীতে ত্বকের আর্দ্রতা হারাতে শুরু করে। এই সময় ত্বক রুক্ষ ও শুষ্ক হয়ে ওঠে।তাই এই সময়টাতে ত্বকের বিশেষ যত্ন নিন।
শীতে এমন ক্রিম ব্যবহার করতে হবে যা আপনার মুখের ত্বকের আর্দ্রতা ধরে রাখবে।
তাই কেমিকেল এড়াতে বাড়িতেই প্রাকৃতিক কিছু উপাদানের সাহায্যে বানিয়ে নিতে পারেন অ্যালোভেরা ‘উইন্টার ক্রিম।’
এলোভেরা দিয়ে তেমনই একটি ক্রিম তৈরি করে নিতে পারেন। যা ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা ধরে রাখবে, সেই সঙ্গে বাড়াবে লাবণ্য।
এই ক্রিম বানানোর জন্যে লাগবে:
১.অ্যালোভেরা জেল
২.গ্লিসারিন
৩.ভিটামিন ই ক্যাপসুলের নির্যাস এবং
৪.গোলাপ জল।
*অ্যালোভেরা ক্রিম বানানোর প্রক্রিয়া*
১.অ্যালোভেরা পাতা থেকে প্রথমে ঝিল্লি বা জেল বের করে নিন। ৪-৬ টেবিল চামচ অ্যালোভেরা জেল ভালো করে নেড়ে বা ব্লেন্ড করে নিন।
২. এবার এতে ২ চা চামচ গ্লিসারিন মিশিয়ে আবার ভালোভাবে নাড়ুন।
৩.মিশ্রণটিতে চারটি ভিটামিন ই ক্যাপসুলের ভেতরের তরল ঢেলে দিয়ে আবার নাড়ুন।
৪. ৪ চামচ গোলাপ জল মিশিয়ে নিন।
ক্রিম তৈরি হওয়ার আগ পর্যন্ত মিশ্রটি ব্লেন্ড করুন। এরপর তৈরি ক্রিম একটি কাচের জারে ভরে ফ্রিজে রাখুন।
আরও পড়ুন:
- রাগ মোকাবেলায় ৭ টি কার্যকরী টিপস
- আপনার দাম্পত্য জীবন মধুর করুন
- শীতে মোজা ও জুতার কারনেও পা ফাটে; তাহলে কি করবেন?
ঘরোয়া ভাবে তৈরি এই ক্রিম ২ সপ্তাহ পর্যন্ত ব্যবহার করতে পারবেন।
প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে মুখ পরিষ্কার করে, এই ক্রিম লাগান। তারপর ত্বকে আলতো মাসাজ করুন। এতে ত্বকের আর্দ্রতা বজায় থাকবে, লাবণ্যও থাকবে অটুট।
+ There are no comments
Add yours