ফায়ার ফাইটার পদে ১৫ নারীর যোগদান

নিউজ এশিয়া২৪ ডেস্ক: প্রথমবারের মতো ফায়ার সার্ভিসে নারী ‘ফায়ার ফাইটার’ পদে যোগ দিয়েছেন ১৫ জন নারী সদস্য।

আজ রবিবার (১৮ নভেম্বর) নারায়ণগঞ্জের পূর্বাচলে অবস্থিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে তারা যোগদান করেন।

fair fighter nari2

যোগদান করার পর তাদের মিরপুর ট্রেনিং কমপ্লেক্সে স্থানান্তর করা হয়।

আজ রবিবার(১৯ নভেম্বর) অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন মিরপুর ট্রেনিং কমপ্লেক্সে তাদের স্বাগত জানান।

পরে নবীন ফায়ারফাইটারা মহাপরিচালকের সঙ্গে ফটোসেশনে অংশগ্রহণ করেন।

এসময় অধিদপ্তরের দুজন পরিচালকসহ ট্রেনিং কমপ্লেক্সের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ উপস্থিত ছিলেন।

গত ২০ জুন ফায়ারফাইটার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী ফায়ারফাইটার (নারী) পদে দুই হাজার ৭০৭ জন আবেদনকারীর মধ্যে প্রাথমিক যাচাই-বাছাই, শারীরিক যোগ্যতা ও মেডিকেল টেস্ট, লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষার মাধ্যমে এই ১৫ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করে নিয়োগপত্র জারি করা হয়।

সিভিল সার্জনের সুস্থতার সনদপত্রসহ তারা গতকাল এই পদে যোগদান করেন।

এর আগে ফায়ার সার্ভিসে অফিসার পদে নারী কর্মকর্তা যোগদান করলেও ফায়ারফাইটার পদে কখনো কোনো নারীর নিয়োগ সম্পন্ন হয়নি এবং নিয়োগের কোনো সুযোগও ছিল না।

আরও পড়ুন:

লিঙ্গ বৈষম্য দূর করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সানুগ্রহ অনুশাসন অনুযায়ী সম্প্রতি ‘ফায়ারম্যান’ পদের নাম পরিবর্তন করে ‘ফায়ারফাইটার’ নামকরণ করা হয়। এর ফলে এই পদে নারী-পুরুষ উভয়ের প্রার্থী হওয়ার সুযোগ তৈরি হয়।

google-news-follow-us-newsasia24
গুগোল নিউজ ফলো করতে ক্লিক করুন

You May Also Like

+ There are no comments

Add yours