নিজস্ব প্রতিবেদক: বাসার সামনে জুতা রাখাকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছে। এঘটনায় বড় ভাই দিলীপ ঘোষ ও তার স্ত্রী রিনা ঘোষকে গ্রেফতার করেছে পুলিশ।
নিহত ছোট ভাইয়ের নাম মিঠুন কুমার ঘোষ। ঘটানাটি ঘটেছে ১৫ নভেম্বর রাতে রাজধানীর গেন্ডারিয়ায়।
রবিবার (১৯ নভেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেন গেন্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু সাঈদ আল মামুন।
ওসি জানান, ১৫ নভেম্বর রাত ৯টার দিকে বাসার রুমের সামনে জুতা রাখাকে কেন্দ্র করে দিলীপ ঘোষ ছোট ভাইয়ের স্ত্রী রেখা রানী দাসকে গালিগালাজ করেন। এসময় এর প্রতিবাদ করেন রেখার স্বামী মিঠুন কুমার। ফলে ক্ষিপ্ত হয়ে মিঠুনকে কিল–ঘুষি ও বুকে লাথি মেরে রুমের সামনে ফেলে দেন দিলীপ ও তার স্ত্রী রিনা।
একপর্যায়ে দিলীপ তার ভাই মিঠুনকে খাটের পায়া দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন। এতে অজ্ঞান হয়ে যান মিঠুন।
তাৎক্ষণিকভাবে অন্যদের সহায়তায় মিঠুনকে ঢাকা ন্যাশনাল হাসপাতালে নিয়ে যান তার স্ত্রী রেখা রানী। সেখানে কর্তব্যরত চিকিৎসক মিঠুনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে গেন্ডারিয়া থানায় মামলা করেন।
আরও পড়ুন:
-
এক সপ্তাহ আগেই গ্রাম থেকে ঢাকায় এসে কাজ নিয়েছিলো রবিউল: বাবা
-
মধ্যরাতে টাঙ্গাইলে ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
-
মিশরের নাম ইজিপ্ট কেন ? জেনে নিন…
-
৫ ধাপেই করে ফেলুন সর্বজনীন পেনশনের আবেদন
ওসি বলেন, ঘটনার দিন গেন্ডারিয়া থেকে দিলীপের স্ত্রী রিনাকে গ্রেফতার করে পুলিশ। তিনি ঘটনার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এরপর ১৮ নভেম্বর টাঙ্গাইলের মির্জাপুর থেকে গ্রেফতার করা হয় দিলীপ ঘোষকে।
+ There are no comments
Add yours