নিজস্ব প্রতিবেদক: আবারো যাত্রীবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। ফলে ঢাকা সঙ্গে উত্তরবঙ্গের রোল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
আজ মঙ্গলবার (২১ নভেম্বর) ভোর ৪টা ৪০ মিনিটে টাঙ্গাইলের ঘারিন্দা রেলস্টেশনে রংপুর থেকে ছেড়ে আসা রংপুর এক্সপ্রেস এ দুর্ঘটনায় পতিত হয়।
বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনের ইনচার্জ রেজাউল করিম জানিয়েছেন, রংপুর এক্সপ্রেস ট্রেনটি ভোরের দিকে বঙ্গবন্ধু পূর্ব রেলস্টেশনে বিরতি নেয়। কিছুক্ষন পরে ঢাকার উদ্দেশ্য ছেড়ে যায়। টাঙ্গাইল রেলস্টেশনে পৌঁছালে ট্রেনটির ইঞ্জিনের পাশের বগিটি হঠাৎ লাইনচ্যুত হয়ে যায়।
আরও পড়ুন:
-
চট্টগ্রাম-সিলেটের ট্রেন চলাচল বন্ধ
-
ফায়ার ফাইটার পদে ১৫ নারীর যোগদান
-
বিআরটিসির বাসে আগুন
-
বিএনপি নির্বাচনে এলে পুনঃতফসিলের বিবেচনা করবে ইসি
টাঙ্গাইল রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আকবর জানান, বিষয়টি রেলওয়ে কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ট্রেনটিকে দ্রুত উদ্ধারকরে চলাচল স্বাভাবিক করা হবে।
এর আগে, গত ১৯ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকাগামী একটি ট্রেন লাইনচ্যুত হয়। ফলে চট্টগ্রাম–সিলেট রেল যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছিল।
+ There are no comments
Add yours