নিউজ এশিয়া২৪ ডেস্ক: ডিএনসিসিতে (ঢাকা উত্তর সিটি কর্পোরেশন) ঘুষ ছাড়া হয় না ট্রেড লাইসেন্স ইস্যু, নবায়ন কিংবা বাতিল। দুদকের অভিযানে এসব ঘুষ লেনদেনের প্রমান পাওয় গেছে।
দুদকের অভিযানে অফিস সহকারী জসিম উদ্দিন হাওলাদারের বিরুদ্ধে ট্রেড লাইসেন্স করতে ঘুষ দাবির প্রমাণ পাওয়া গেছে।
এছাড়াও জসিম উদ্দিনের বিরুদ্ধে ঢাকার মিরপুরে দুটি ফ্ল্যাটসহ অবৈধ সম্পদের অভিযোগ রয়েছে।
গতকাল দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. তাজুল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে ঔই অভিযান পরিচালনা করা হয়।
বুধবার (২২ নভেম্বর) দুদকের ঊর্ধ্বতন একটি সূত্র থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
অভিযানে লাইসেন্স করতে আসা গ্রাহকদের হয়রানি এবং লাইসেন্স দেওয়ার নামে ঘুষ গ্রহণের সত্যতা পাওয়া যায়।
আরও পড়ুন:
-
চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ; অভিমানে বৃদ্ধার আত্মহত্যা
-
দ্বিতীয়বারের মতো পেছানো হলো প্রাথমিকের শিক্ষক নিয়োগের পরীক্ষা
-
অবারো লাইনচ্যুত ট্রেন, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ
এছাড়াও ভুয়া ঠিকানা ব্যবহার করে লাইসেন্স করে দেওয়ার আশ্বাস দিয়ে ঘুষ হিসাবে ৩ হাজার টাকা নেয়ার কথা স্বীকার করেছেন জসিম। সূত্র: ঢাকা পোস্ট