শিরোনাম
chottogram-truck-accident-dead-three-newsasia24

চট্টগ্রামে লরির ধাক্কায় তিন শ্রমিক নিহত

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে লরির ধাক্কায় তিন শ্রমিক নিহত হয়েছে। তারা কর্ণফুলী গ্যাস লাইনের কাজের শ্রমিক ছিলেন।

আজ শনিবার (২৫ নভেম্বর) সকালে চট্টগ্রামের মিরসরাইয়ে ওয়্যারলেস বিসিক এলাকায় এ ঘটানাটি ঘটে।

নিহতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের আন্দিদিল এলাকার হুমায়ন কবিরের ছেলে মাসুদ মিয়া (৩৫), পাবনার সুজানগরের সৌখেতু পাড়ার আবুল কালামের ছেলে মো. আলমগীর হোসেন (৪৫) এবং সুজানগর রায়পুরের মালেক ব্যাপারীর ছেলে মো. শফিকুল ইসলাম (৪২)।

প্রত্যক্ষদর্শীসূত্রে জানা গেছে, সকালে রাস্তার পাশ দিয়ে হেঁটে কাজে যাচ্ছিলেন ওই তিন শ্রমিক। এ সময় চট্টগ্রামমুখী একটি বেপরোয়া গতির লরি ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজন মারা যান।

দুর্ঘটনায় আরও এক শ্রমিককে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়। তবে তার নাম-পরিচয় পাওয়া যায়নি।chottogram-truck-accident-dead-three-newsasia24

আরও পড়ুন: 

লরিটি আটক করে থানায় নিয়ে আসা হলেও চালক পালিয়ে গেছেন। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

google news newsasia24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *