প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে দুঃখ প্রকাশ করলেন তানজিন তিশা

বিনোদন ডেস্ক: সাংবাদিকদের সঙ্গে চলমান দ্বন্দ্বের অবসান ঘটনোর জন্য অবশেষে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে দুঃখ প্রকাশ করলেন তানজিন তিশা।

আজ(২৫নভেম্বর) দুপুরে তিনি এই দুঃখ প্রকাশ করেন।

tanjin-trisha-press-brifing-newsasia24

তানজিন তিশা বলেন, আমি তানজিন তিশা কয়েকদিন আগে হসপিটালে ছিলাম। বাসায় ফেরার পর দেখলাম কিছু নিউজ পোর্টাল আমার আত্মহত্যার চেষ্টা শিরোনামে নিউজ করেছে।

এমন সময় সাংবাদিক তামিম যার সঙ্গে আমার পূর্বপরিচয় নেই সে আমাকে এমন একটা টেক্সট করে যা আমার কাছে যৌক্তিক মনে হয়নি।

আমি ভাবতেই পারিনি এসময় আমাকে কেউ এমন একটা টেক্সট করতে পারে ।

তিনি বলেন, আমি নিজেকে সামলাতে না পেরে উত্তেজিত হয়ে তাকে বলি টেক্সট এর বিষয় নিয়ে নিউজ করলে আমি তার সর্বোচ্চ ব্যবস্থা নেব ।

তার সঙ্গে ফোনে যে শব্দ উচ্চারণ করেছি আমি জানি তা সঠিত নয়। আমি সেটার জন্য দুঃখ প্রকাশ করেছি এবং এখনো করছি।

তিশা বলেন, এর মধ্যে আমার ফোন-রেকর্ড আমার অনুমতি ছাড়া প্রচার করা হলে তা শুনে অন্যান্য সাংবাদিকরা রেগে যায় এবং প্রতিবাদ করে—যা খুবই যৌক্তিক।

তবে আমাকে এবং আমার পরিবারকে নিয়ে অনেকেই অসত্য, মনগড়া সংবাদ সোশাল মিডিয়ায় লেখেন যা একজন নারীর জন্য অনেক অসম্মানজনক।

তানজিন তিশা আরও বলেন, এসব দেখে আমি ডিবি ডিএমপিতে অভিযোগ করতে আসি।

সেখানে গণমাধ্যমের পক্ষ থেকে আমাকে প্রশ্ন করা হলে আমি তামিমের নাম নিই এবং তামিমের সঙ্গে প্রতিষ্ঠানের নাম নিয়ে ফেলি, যা উদ্দেশ্যমূলক ছিল না। সে জন্য আমি প্রতিষ্ঠানের কাছে দুঃখ প্রকাশ করছি।

আরও পড়ুন:

‘আমাদের মাঝে সকল ভুল বোঝাবুঝির অবসান হয়েছে’ জানিয়ে তিশা বলেন, আমি পুলিশের কাছে করা অভিযোগ তুলে নিচ্ছি। তবে যারা আমার এবং আমার পরিবারকে ঘিরে অসত্য ও অসম্মানজনক নিউজ প্রকাশ করেছেন তারাও তাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত হবেন এবং নিউজ গুলো সরিয়ে নেবেন—সেটাও আমি প্রত্যাশা করি।

সবশেষে তানজিন তিশা মূলধারার সংবাদমাধ্যম ও সাংবাদিকদের কাছে আশা প্রকাশ করে বলেন, ‘সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা প্রতিহত করতে’ তারা শিল্পীদের পাশে থাকবেন।

google news newsasia24

You May Also Like

+ There are no comments

Add yours