জোড় ইজতেমা শুরু ১ ডিসেম্বর

নিউজ এশিয়া২৪ ডেস্ক: ঢাকা উত্তরার দিয়াবাড়িতে ১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা।

৫৭তম বিশ্ব ইজতেমাকে সামনে রেখে ঢাকার উত্তরার দিয়াবাড়িতে ১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে জোড় ইজতেমা।

jor-ijtema-newsasia24

তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বি শাহরিয়ার মাহমুদ জানিয়েছেন, ১ ডিসেম্বর থেকে তাবলিগ জামাতের পুরনো সাথিদের নিয়ে শুরু হবে জোড় ইজতেমা, চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত।

৫ ডিসেম্বর মোনাজাতের মাধ্যমে জোড় শেষ হওয়ার পর আসন্ন ইজতেমাকে সফল করতে দ্বীনের মেহনতকে আরও ব্যাপক করতে সাথিরা জামাত নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে চলে যাবেন, সেই সঙ্গে শুরু হবে ইজতেমার ময়দান প্রস্তুতির কাজ।

এবারের জোড় ইজতেমা উত্তরার ১৫ নম্বর সেক্টরের উত্তরা সেন্টার মেট্রোরেল স্টেশন সংলগ্ন খালি ময়দানে অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন:

এ জন্য মাঠ প্রস্তুতির কাজ প্রায় শেষের দিকে। দেশের বিভিন্ন এলাকার স্কুল, কলেজ-ইউনিভার্সিটি, মাদ্রাসা শিক্ষক-শিক্ষার্থী, মসজিদের ইমাম-মুয়াজ্জিন-খতিব ও তাবলিগের সাথিরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ময়দান প্রস্তুত করছেন। মাঠের প্রস্তুতি প্রায় শেষ।

google-news-follow-us-newsasia24
গুগোল নিউজ ফলো করতে ক্লিক করুন

You May Also Like

+ There are no comments

Add yours