শিরোনাম

কুমারখালীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এর কর্মসূচী

এম এ ওহাব, কুমারখালী থেকেঃ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ -২০২৩ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে কুমারখালীতে গৃহীত কর্মসূচী ঘোষণা করেন মহিলা পরিষদ কুমারখালী শাখা।

কর্মসূচীর অংশ হিসেবে আজ ২৫ নভেম্বর শনিবার বিকেলে মহিলা পরিষদের কার্য্যলয়ে অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলন।

kumarjhali-antorjatik-nari-nirjaton-kormoshuci-2023-newsasia24

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন লিগ্যল এইড সম্পাদক আকলিমা খাতুন। লিখিত বক্তব্যে তিনি বলেন নারীর মানবাধিকার প্রতিষ্ঠার জন্য নারী নির্যাতন বিরোধী সংস্কৃতি গড়ে তোলার উদ্দেশ্যে সারা বিশ্বে নভেম্বর ২৫ তারিখ থেকে ডিসেম্বর ১০ তারিখ পর্যন্ত আন্তর্জাতিক নারী ও কন্যাশিশু নির্যাতন প্রতিরোধ পক্ষ ও মানবাধিকার দিবস হয়ে থাকে।

কর্মসূচীর মধ্যে হলো ২৫ নভেম্বর সংবাদ সম্মেলন,২৭ নভেম্বর ঘাসখালে নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধ ও প্রতিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তৃণমূল নারী – পুরুষের সাথে মতবিনিময় সভা।২৯ নভেম্বর উত্তর যদুবয়রায় লিগ্যাল এইড প্রশিক্ষণ। ৩ ডিসেম্বর খয়েরচারায় নারী নির্যাতন প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা।

৫ ডিসেম্বর ধোকরাকোল ডিগ্রি কলেজে নারী ও কন্যার প্রতি সাইবার সহিংসতা বিষয়ে তরুণদের সাথে মতবিনিময় সভা।১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস -২০২৩ পালন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাংবাদিক এস এম রাজ্জাক, সাংবাদিক সাহেব আলী, সাংবাদিক এম এ ওহাব, সাংবাদিক সাকিব আল হাসান, সাংবাদিক রাকিব হোসেন, সাংবাদিক পলাশ প্রমুখ।

আরও পড়ুন:

বাংলাদেশ মহিলা পরিষদ কুমারখালী শাখার সভানেত্রী হোসেন আরা রুবীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে আরো উপস্থিত মহিলা পরিষদ কুমারখালী শাখার সহ-সভাপতি সাজেদা খাতুন,রওশন আরা নীলা, চম্পা নজরুল, সাধারণ সম্পাদক ইসরাত জাহান, সাংগঠনিক সম্পাদক মনিরা হোসেন মেরী,লিগ্যাল এইড সম্পাদক আকলিমা খাতুন, অর্থ সম্পাদক শামীমা পারভীন ও বিশিষ্ট কবি পরিমল কুমার ঘোষ।

google news newsasia24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *