শিরোনাম

নাটোরে জিএম ট্রাভেলসের ৩টি বাসে আগুন

নাটোর প্রতিনিধি: নাটোরে জিএম ট্রাভেলসের ৩টি বাসে আগুননাটোরে জিএম ট্রাভেলসের ৩টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এত বাসগুলোর অধিকাংশ অংশ পুড়ে গেছে। বাস ৩টি বড়াইগ্রামে ফিলিং স্টেশনে পার্কিং করা ছিল।

আজ সোমবার (২৭ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের উপজেলার বনপাড়া পৌর শহরের মহিষভাঙ্গা এলাকায় পাটোয়ারী ফিলিং স্টেশনে এ অগ্নিসংযোগ করা হয়। ওই ফিলিং স্টেশনের মালিক নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী।

ফিলিং স্টেশনের কর্মচারী নাজমুল হোসেন জানান, জিএম ট্রাভেলস ও আর কে আর পরিবহনের ১০টির মতো বাস পার্কিং করা ছিল। রাত সাড়ে ৪টার দিকে পেছনে পার্কিং থাকা জিএম ট্রাভেলসের একটি বাস থেকে ধোঁয়া দেখা যায়।

natore-gm-travels-fire-newsasia24

কিছুক্ষনের মধ্যেই আগুন ধরে যায়। তারা আগুন নেভানোর চেষ্টা করেন। এ সময় ওই বাসের পাশে দাঁড়ানো আরও দুটি বাসে আগুন জ্বলতে দেখা যায়।

নাজমুল মনে করেন, ফিলিং স্টেশনের পিছনে একটি কলা বাগান রয়েছে। দুর্বৃত্তরা ওই কলা বাগানদিয়ে এসে আগুন লাগিয়েছে।

google news newsasia24

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল আযম খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্বৃত্তদের চিহ্নিত করতে পুলিশের কয়েকটি টিম কাজ শুরু করেছে।

আরও পড়ুন: 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *