কক্সবাজারে শুভ উদ্বোধন; চার তাঁরকা হোটেল বে হিলস্

মারুফ সরকার, স্টাফ রিপোর্টার: মার্চ মাস স্বাধীনতার মাস। বীর বাঙালিদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন এই বাংলাদেশ।

এই দেশে পর্যটন শিল্প একটি প্রাণ। আর এই স্বাধীনতার মাসে আমরা উদ্বোধন করতে যাচ্ছি বাংলাদেশের সেরা লোকেশনে সমুদ্র ও পাহাড়ের মেলবন্ধনে আন্তর্জাতিক মানের চার তাঁরকা হোটেল Best Western Plus Bay Hills, Coxbazar এর।

4-taroka-hotel-be-hills-newsasia24

আগামী ৩০ মার্চ ২০২৪ তারিখে এর শুভ উদ্বোধন হতে যাচ্ছে। যারা এই হোটেলের মালিকানা ক্রয় করেছেন তারা পাবেন আজীবন সুদ মুক্ত হালাল আয় এবং সাফ কাবলা মালিকানা।

আরও পড়ুন >> নাটোরে জিএম ট্রাভেলসের ৩টি বাসে আগুন

যারা এখনো পর্যন্ত Best Western Plus Bay Hills, Coxbazar হোটেলের রেজিস্ট্রেশন নেননি তাদের আগামী ২০ জানুয়ারি ২০২৪ এর ভেতরে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্নকরার জন্য অনুরোধ করা হল।

আরও পড়ুন:

Goldsands Group পর্যটন ও মানুষের উন্নয়নে। গোল্ডস্যান্ডস্ গ্রপের কর্পোরেট হেড অফিস ঢাকা, গুলশান-১, ৪৭ নাসা হাইটস্ অফিস, এবং অন্যান্য ব্রাঞ্চ অফিস মহাখালী (ডিওএইচএস), উত্তরা, বগুড়া, চট্টগ্রাম, কক্সবাজার, কুয়াকাটা এবং দুবাই অফিস থেকে তথ্য সংগ্রহ করতে পারবেন।
ফোন : ০১৮৭৭৭-১৫৩৩৩.

google news newsasia24

You May Also Like

+ There are no comments

Add yours