এবার ঈশ্বরদীতে ট্রেনে আগুন দিল দুর্বৃত্তরা

পাবনা প্রতিনিধি: এবার পাবনার ঈশ্বরদীতে ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রেনের বগির ১১ সিট সম্পূর্ন পুড়ে গেছে।

সোমবার (২৭ নভেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটেছে। তবে ট্রেনে কোন যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

পরে খবর পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, ৬ নং ডাউন মেইল ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ থেকে এসে ইয়ার্ডের ওয়াশপিটে পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য রাত সাড়ে ৭টার দিকে রাখা হয়। এ ট্রেনটি আবার মঙ্গলবার ভোরে ৯৯ আপ হয়ে ঢাকা যাওয়ার কথা।

ঈশ্বরদী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার অপূ মন্ডল বলেন, খবর পেয়ে সাড়ে ৮টার দিকে আমাদের দুটি টিমের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এতে ট্রেনের ১১টি সিট পুড়ে গেছে।

iswardi-train-fire-newsasia24

আরও পড়ুন: 

স্টেশনের সুপারিনটেন্ড মহিবুল ইসলাম বলেন, রেল নিরাপত্তা বাহিনী যদি সঠিকভাবে দায়িত্ব পালন করতো তাহলে এ ধরনের ঘটনা ঘটতো না। দায়িত্বে ঘাটতি রয়েছে, যে কারণে সন্ধ্যার সময় আগুন দিয়ে চলে গেল।

রেল নিরাপত্তা বাহিনীর পরিদর্শক ফিরোজ কবীর বলেন, আমাদের কম জনবল দিয়ে নিরাপত্তা দেওয়া খুবই কষ্টসাধ্য।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ বলেন, দেশের গুরুত্বপূর্ণ ও বৃহত্তম জংশন স্টেশনের সিসি ক্যামেরা নষ্ট। এসব বিষয় নিয়ে রেল কর্তৃপক্ষকে বারবার বলা হলেও তিনি এখন পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করেননি।

google news newsasia24

You May Also Like

+ There are no comments

Add yours