নিউজ এশিয়া২৪ ডেস্ক: আজ সারাদেশে অবরোধ কর্মসূচি পালন শুরু করবে বিএনপি ও সমমনা দলগুলো। খালেদা জিয়াসহ কারাবন্দি সব নেতাকর্মীর মুক্তির দাবি, প্রধানমন্ত্রীর পদত্যাগ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আজ বুধবার (২৯ নভেম্বর) ভোর ৬টা থেকে সারাদেশে এ অবরোধের ঘোষনা দেয়া হয়।
এছাড়াও আগামীকাল (৩০ নভেম্বর) সকাল-সন্ধ্যা হরতালের ঘোষনা দিয়েছে বিএনপি।
গত সোমবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ সম্মেলনে অষ্টম দফার এই কর্মসূচি ঘোষণা করেন ।
আরও পড়ুন:
- তারেকবিরোধী নেতারা নির্বাচনে আসবেন: স্বরাষ্ট্রমন্ত্রী
- আওয়ামী লীগের চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ (লিস্ট সহ)
- তোষামোদির রাজনীতি বঙ্গবন্ধুর কন্যা করে না
সংবাদ সম্মেলনে তিনি বলেন, বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টার অবরোধ কর্মসূচি। আর বৃহস্পতিবার সকাল থেকে সূর্যাস্ত পর্যন্ত—’ডন টু ডাস্ক’ হরতাল পালন করবে বিএনপি।