নিউজ এশিয়া২৪ ডেস্ক: রাজধানীর সায়েদাবাদে রাইদা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
আজ বুধবার (২৯ নভেম্বর) রাত ৭টা ৩৫ মিনিটে বাসে অগ্নিসংযোগের খবরে পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে পোস্তগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ডিউটি অফিসার রাফি আল ফারুক।
তিনি বলেন, আমরা রাত ৭টা ৩৫ মিনিটে খবর পেয়েছি, সায়েদাবাদে রাইদা পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়েছে।
আরও পড়ুন>>খোকসায় পল্লী চিকিৎসককে মারধর
ওই খবর পেয়ে পোস্তগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ৭টা ৪৪ মিনিটে এসে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
আগুনে কোনো হতাহতের তথ্য জানা যায়নি।
+ There are no comments
Add yours