নিউজ এশিয়া২৪ ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৮০ আসনে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল বিএনপি।
আজ বুধবার(২৯নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর তোপখানা রোডের দলীয় কার্যালয়ে প্রার্থীর তালিকা ঘোষণা করেন দলটির মহাসচিব তৈমূর আলম খন্দকার।
এ সময় তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী ও নির্বাহী চেয়ারপারসন অন্তরা সেলিমা হুদা উপস্থিত ছিলেন না।
ঘোষিত প্রার্থীদের মধ্যে পাঁচজন সাবেক সংসদ সদস্য রয়েছেন। বাকি আসনগুলোর প্রার্থীর নাম পরবর্তীতে ঘোষণা করা হবে বলেও জানান তিনি।
আরও পড়ুন:
-
শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত সাধারণ জনগণের পাশে থাকবো: আব্দুর রউফ
-
আজ অবরোধ, আগামীকাল হরতাল
-
তারেকবিরোধী নেতারা নির্বাচনে আসবেন: স্বরাষ্ট্রমন্ত্রী
-
আওয়ামী লীগের চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ (লিস্ট সহ)
পাঁচজন সাবেক সংসদ সদস্যরা হলেন- মৌলভীবাজার- ২ আসনে এম এম শাহীন, লক্ষ্মীপুর- ১ আসনে এম এ আউয়াল, সাতক্ষীরা- ৪ আসনে এইচ এম গোলাম রেজা, ঝিনাইদহ- ২ আসনে নুরুদ্দিন আহমেদ এবং মেহেরপুর- ২ আসনে আবদুল গণি।
আজ বুধবার(২৯নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ রিটার্নিং অফিসার মোহাম্মদ মাহমুদুল হকের কাছে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসন থেকে মনোনয়ন জমা দিয়েছেন দলটির মহাসচিব তৈমূর আলম খন্দকার।
+ There are no comments
Add yours