শিরোনাম

শাহ আব্দুল করিম অ্যাওয়ার্ড পেলেন পরিচালক ফজলুল হক

মারুফ সরকার,স্টাফ রির্পোটার: শাহ আব্দুল করিম (এসএকে) অ্যাওয়ার্ড-২০২২ এ ভুষিত হলেন পরিচালক ফজলুল হক (ফজলুল সেলিম)। ”ঢাকা সাংস্কৃতিক সংগঠনের” উদ্যোগে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ মিলনায়তনে জমকালো আয়োজনের মাধ্যমে শ্রেষ্ট পরিচালকের অ্যাওয়ার্ডপ্রদান করা হয়।

অনুষ্টানে ফজলুল হক(ফজলুল সেলিম) এর হাতে পুরষ্কার তুলে দেন অনুষ্টানের প্রধান অতিথি সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী কে এম খালিদ, এমপি। বিশেষ অতিথি ছিলেন পীরজাদা শহীদুল হারুন সাবেক অতিরিক্ত সচিব, অর্থ মন্ত্রণালয়। অনুষ্টানে সভাপত্বি করেন আলহাজ¦ আনোয়ার হোসেন।

abdul-karim-award-fazlul-haque-newsasia24 2

ফজলুল সেলিম এ পর্যন্ত প্রায় ১০০টি নাটক নির্মান করেছেন এবং ৫০টির বেশি নাটক রচনা করেছেন। সন্মাননা প্রসঙ্গে ফজলুল সেলিম বলেন- দীর্ঘ সময় নাটক পরিচালনা করে আসছি.. কাজের ম্যলায়ন স্বরূপ পুরস্কার পেয়ে ভাল লাগছে । আরও ভাল নাটক নির্মান করার । লেখার উৎসাহ পাবো। সবার কাছে দোয়া চাই আরও ভাল নাটক সামনে আপনাদের উপহার দিতে পারি।

আরও পড়ুন ;

কাজের ব্যস্ততা নিয়ে পরিচালক বলেন- সম্প্রতি মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁইকে নিয়ে ” সেই লেভেলের বাটপার” নামে একটি নাটকের শ্যুটিং শেষ করে । নেপালে দুটি নাটকের শ্যুটিং করতে যায় । তাছাড়া একটি শর্টফিল্ম করবো । বিভিন্ন দেশে প্রতিযোগিতায় অংশগ্রহনের জন্য।

google news newsasia24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *