লিমা পারভীন : শিশুদের সব কিছুতে অমনোযোগিতা একটি মানসিক রোগ ।
বাচ্চাদের কোনো কিছুতে মনোযোগ দিতে না পারা ।কাজের মাঝে সহজে নিবিষ্ট হতে না পারা। খামখেয়ালির বশে ভুল করা কিংবা কারোর কোনো নির্দেশ অনুসরণ না করা।
বেখেয়ালি বা ঝোঁকের বশে কাজ করার প্রবণতা।খুব বেশি কথা বলা এবং অন্যান্যদের কথার মাঝখানে কথা বলাঅতিমাত্রায় কাজ করার চেষ্টা, অল্পতেই উত্তেজিত হয়ে ওঠা এবং কি করছিল সেসব ভুলে যাওয়া, অস্থিরতা ও ছটফট করা।
আপনার শিশুটি যদি অতিরিক্ত অমনোযোগী হয় এবং এই সমস্যার জন্য আপনার শিশুর দৈনন্দিন জীবন কিংবা স্কুলে সমস্যা দেখা যায়।
সেক্ষেত্রে একজন দক্ষ শিশু মনোরোগ বিশেষজ্ঞ, নিউরোলোজিস্ট, সাইকোলোজিস্ট এবং শিশুরোগ বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করে তার লক্ষণগুলোর সামগ্রিক বিচার-বিশ্লেষণ করুন।
আরও পড়ুন>>আপনার দাম্পত্য জীবন মধুর করুন
যদি চিকিৎসক বলে যে আপনার বাচ্চা অমনোযোগিতায় আক্রান্ত এবং বিশেষত তিনি যদি বাচ্চার জন্যে মিথাইলফেনাইডেট কিংবা অন্য কোনো ওষুধ সেবনের পরামর্শ দেয় তাহলে তা ব্যাবহার করতে হবে।
নিজের বাচ্চাকে জানার চেষ্টা করুন। তার আচরণ এবং ধরন, শখ, কোন কোন বিষয়ে দক্ষতা এবং অদক্ষতা আছে, সেগুলো জানুন।
আরও পড়ুন:
- বউ-শাশুড়ির সম্পর্ক মধুর করার ৭ টি উপায়
- শীতে ত্বকের যত্নে বানিয়ে নিন অ্যালোভেরা ক্রিম
- রাগ মোকাবেলায় ৭ টি কার্যকরী টিপস
কিছু বাচ্চা আছে যারা অমনোযোগিতায় আক্রান্ত হলে পরিকল্পিত কাজকর্মগুলো তেমন কোনো নির্দেশনা ছাড়াই সুচারুভাবে সম্পন্ন করতে পারে না। আবার কিছু কিছু বাচ্চারা পরিকল্পিত কাজকর্মগুলো করতে পারে।
আপনার বাচ্চা নিজের যে কাজকর্মগুলো করতে পারে না সেগুলোর জন্যে তাকে কোন রকম শাস্তি দেবেন না।এতে বাচ্চার ব্রেইনে প্রেসার পরে।