সিঙ্গাপুরকে হারিয়ে পরাজয়ের প্রতিশোধ নিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ নারী ফুটবল দল ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ৩-০ গোলের ব্যবধানে সিঙ্গাপুরকে হারিয়ে দিয়েছে।

আজ শুক্রবার (১ ডিসেম্বর) কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে এ প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলা শুরু মাত্র ৩ মিনিটির মাথায় একটি গোল করে দলকে এগিয়ে নেন আফিদা খন্দকার। এর জোড়া গোল করেন তহুরা খাতুন।

এ দলের কোচ ছিলেন বারী টিটু। তার অধীনে মেয়েদের এটা প্রথম জয়। সাফের শিরোপা দেয়ার পর গোলাম রব্বানী ছোটন কোচের দায়িত্ব ছেড়ে দেন।

singapur-bangladesh-football-win-newsasia24 2

আগামী সোমবার বাংলাদেশ-সিঙ্গাপুর দ্বিতীয় প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ২০১৭ সালের ফেব্রুয়ারিতে সবশেষ সিঙ্গাপুরের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে ৩-০ গোলে হেরেছিল বাংলাদেশর মেয়েরা। আজ সেই হারের প্রতিশোধ নিল বাংলাদেশ।

google news newsasia24

এক নজরে বাংলাদেশ একাদশ: সানজিদা আক্তার (শামসুন্নাহার জুনিয়র), মারিয়া মান্ডা, রিতু পর্না চাাকমা (শাহেদা আক্তার রিপা) তহুরা খাতুন (সুমাইয়া) ও সাবিনা খাতুন (আকলিমা, রুপনা চাকমা, শিউলি আজিম, শামসুন্নাহার, আফিদা খন্দকার, মাসুরা পারভীন, মনিকা চাকমা (স্বপ্না রানী)।

আরও পড়ুন: 

You May Also Like

+ There are no comments

Add yours