পাকিস্তানে ৫১ নারী সন্ত্রাসীর তালিকা প্রকাশ: সিটিডি

নিউজ এশিয়া২৪ ডেস্ক : পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া নামক প্রদেশের সন্ত্রাসবিরোধী বিভাগ (সিটিডি) নারী সন্ত্রাসীদের একটি তালিকা প্রকাশ করেছে।

এ সকল নারী সন্ত্রাসীরা ২০১৪ সাল থেকে বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে জড়িত।pakisthan-51-nari-sontras-list-prokash-newsasia24

এর মধ্যে রয়েছে সন্ত্রাসবাদ, অপহরণ ও হত্যার মতো অভিযোগ । সিটিডি তাদের গ্রেপ্তারের বিষয়ে সাহায্য চেয়েছে।

তালিকা অনুযায়ী ৩০ জন নারী সন্ত্রাস কর্মকান্ডে জড়িত , ১৩ জন অপহরণে সঙ্গে জড়িত, দুইজন চাঁদাবাজিতে এবং তিনজন করে টার্গেট কিলিং ও সন্ত্রাসে অর্থায়নের সঙ্গে জড়িত।

আরও পড়ুন:

সিটিডির ডিআইজি ইমরান শহীদ বলেন, নারী অপরাধীদের সঙ্গে কোনো সূত্র জড়িত না থাকায় গোয়েন্দা সংস্থা তাদের গ্রেপ্তারে অসুবিধার সম্মুখীন হচ্ছে।

এসব নারী সন্ত্রাসীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা হয়েছে। কয়েকটি মামলা বিভিন্ন আদালতে প্রক্রিয়াধীন।

google news newsasia24

You May Also Like

+ There are no comments

Add yours