স্বামীকে স্ত্রীর নগ্ন ছবি পাঠিয়ে ব্ল্যাকমেল

নিউজ এশিয়া২৪ ডেস্ক: স্বামীকে স্ত্রীর নগ্ন ছবি পাঠিয়ে ব্ল্যাকমেলের চেষ্টা করল অভিজিৎ।

নারীর ভুয়া ফেসবুক প্রোফাইল তৈরি করে তরুণীর নগ্ন ছবি আদায়। পরে সেই সব ছবি হাতিয়ার করে ব্ল্যাকমেলের চেষ্টা। কিন্তু শেষ রক্ষা করতে পরলো না। টাকা নেওয়ার সময় পুলিশের কাছে হাতেনাতে ধরা পড়লেন অভিযুক্ত।

husbend-wife-picture-bluckmail-newsasia24জানা গেছে, ওই তরুণী ভারতের সিউড়ির এক প্রতিষ্ঠিত ব্যবসায়ীর স্ত্রী। কয়েক বছর আগে অভিজিৎ দাসের (২৩) সঙ্গে সোশাল মিডিয়ায় আলাপ হয় তার।

পুলিশের দাবি, অভিজিৎ তিনটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করতেন। তার একটির নাম অর্পিতা সরকার।

অর্পিতার সঙ্গে ওই ব্যবসায়ীর স্ত্রীর তিন বছরের আলাপ। এ সময় দুজনের মধ্যে নগ্ন ছবি আদানপ্রদান হয়। সেগুলো রেকর্ড করে রাখে অভিজিৎ।

আরও পড়ুন>>পাকিস্তানে ৫১ নারী সন্ত্রাসীর তালিকা প্রকাশ: সিটিডি

পেশায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভ অভিজিৎ দুই দিন আগে ওই ব্যবসায়ীর স্ত্রীর কাছে পাঁচ লাখ রুপি দাবি করেন। টাকা না দিলে নগ্ন ছবি সোশাল মিডিয়ায় ছেড়ে দেওয়ার হুমকিও দেন।

নমুনা হিসাবে অর্পিতার মেসেঞ্জার থেকে কিছু নগ্ন ছবি ওই ব্যবসায়ীর অ্যাকাউন্টে পাঠিয়ে দেন অভিজিৎ। জানাজানি যাতে না হয় তাই দুই লাখ রুপি দিতে রাজি হন ব্যবসায়ী।

এরপর থানায় অভিযোগ জানান ব্যবসায়ী। পুলিশ অভিযুক্তের বাড়িতে তদন্তে যায়। এর জের ধরে আবারও টাকা চেয়ে বসেন অভিজিৎ।

আরও পড়ুন:

দুপুরে একটি ঠিকানায় টাকা নিয়ে হাজির হতে বলেন। পরে ঠিকানা পাল্টে সিউড়ির বাইরে তসরকাটার জঙ্গলে টাকা নিয়ে হাজির হতে বলেন।

পুলিশ তাকে ধরতে ফাঁদ পাতে। সাদা পোশাকে জঙ্গলের চারিদিকে আত্মগোপন করে ছিল তারা। ব্যবসায়ী ওই জঙ্গলে পৌঁছালে যুবক মোটরসাইকেলে করে টাকা নিতে আসে। পুলিশ তখনই তাকে হাতেনাতে ধরে ফেলে। সাইবার অপরাধের ধারায় তার বিরুদ্ধে মামলা হয়েছে।

google news newsasia24

You May Also Like

+ There are no comments

Add yours