এম এ ওহাবঃ কুষ্টিয়ার খোকসায় বাইবেল পাঠ, প্রাথর্না ও কেক কেটে যীশু খ্রীষ্টের জন্মদিন উপলক্ষে প্রাক বড়দিন উৎসব পালিত হয়েছে।
আজ রবিবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রুপান্তর চার্চের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শুরুতেই উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস সবাইকে ফুল দিয়ে বড়দিন এর শুভেচ্ছা জানান।
এ সময় যীশু খ্রীষ্টের জন্ম ও বাল্যকাল বিষয়ে পবিত্র বাইবেল থেকে পাঠ করেন বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক রেভারেন্ড বিশপ জাকের আলী শুভ।
চার্চের পাষ্টর এ্যান্টনি এল রহমান প্রার্থনা পরিচালনা করেন।
এসময় অন্যান্যর মধ্যে খোকসা উপজেলা পরিষদ চেয়ারম্যান বাবুল আখতার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিধান কান্তি হালদার, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন কুষ্টিয়া জেলা শাখার সদস্য ও রূপান্তর চার্চের ইভানজেলিষ্ট মাইকেল আজাদ ও বুলবুলি পারভীন উপস্থিত ছিলেন।