আন্তর্জাতিক ডেস্ক: পূর্ব আফ্রিকার তানজানিয়ায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে কম ৪৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু মানুষ।
জাতীয় নিরাপত্তা বাহিনী পরিস্থিতি মোকাবিলায় এবং উদ্ধার প্রচেষ্টায় সহায়তা করছেন।
তানজানিয়ার স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, উত্তরাঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধসে অন্তত ৪৭ জন নিহত এবং ৮০ জন আহত হয়েছেন বলে ।
দেশটির হানাং পর্বতের ঢালের কাছে এই ঘটনা ঘটেছে। ওই অঞ্চলের ঘরবাড়ি ও অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়েছে।
গত মাসে তানজানিয়ায়, অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে রাজধানী দারুস সালাম এবং কিগোমা, কাগেরা, গেইতা ও উনগুজা এলাকায় প্রাণহানি এবং বহু সম্পত্তি ধ্বংস হয়ে গেছে।
তানজানিয়ার আবহাওয়া সংস্থা জানিয়েছে, এদিকে চলতি মাসে এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে।
+ There are no comments
Add yours