নিউজ এশিয়া২৪ ডেস্ক: ভারতের তেলেঙ্গানা রাজ্যে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন।
আজ সোমবার(৪ ডিসেম্বর) এ ঘটনা ঘটে তেলেঙ্গানার মেদাকে। এর মধ্যে একজন প্রশিক্ষক, অন্যজন প্রশিক্ষণার্থী।
বিমানবাহিনী জানিয়েছে, নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে বিমানটি হায়দরাবাদের বিমানবাহিনী একাডেমি থেকে উড্ডয়ন করে।
এক্সে ভারতের বিমানবাহিনী লিখেছে, পিলাটাস পিসি ৭ এমকে ২ বিমান সোমবার সকালে দুর্ঘটনার শিকার হয়েছে। এ সময় নিয়মিত প্রশিক্ষণে ছিল এটি। এতে থাকা দুই পাইলট মারাত্মক আহত হয়ে মারা গেছেন।
পিলাটাস পিসি ৭ এমকে ২ বিমান একটি এক ইঞ্জিনবিশিষ্ট বিমান। বিমানবাহিনীর পাইলটরা এর মাধ্যমে মৌলিক প্রশিক্ষণ নিয়ে থাকেন। আদালতের মাধ্যমে এ ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে বিমানবাহিনী। নিহত দুই পাইলটের পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
+ There are no comments
Add yours