শিরোনাম

রির্টানিং কর্মকর্তার বাসভবনে ককটেল বিষ্ফোরণ

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের রিটার্নিং কর্মকর্তার বাসভবনের পাশে অফিসার্স ক্লাবের টেনিস কোর্টে দুটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।

সোমবার (৪ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটে। পর পর দুই ককটেল বিকট শব্দে বিস্ফোরণ হয়।

chapainawabgong-koktel-bishforon-newsasia24

উপরোক্ত সময় টেনিস কোর্টে কেউ না থাকায় কোন হাতাহতের ঘটনা ঘটেনি। তবে ঘটনাস্থলে আশপাশের এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন>>গুলিস্তানে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

বিষ্ফোরণের বিকট শব্দে জেলা প্রশাসক একেএম গালিভ খানসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন।

খবর পেয়ে পুলিশ সুপার ছাইদুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

একেএম গালিভ খান বলেন, পাশের পুরাতন স্টেডিয়াম মাঠ থেকে টেনিস কোর্টে দুটি ককটেল নিক্ষেপ করে দূর্বৃত্তরা। সেসময় টেনিস কোর্টে কেউ ছিলনা। ধারণা করা হচ্ছে আতঙ্ক ছড়াতে এমনটি করা হয়েছে।

আরও পড়ুন>>স্বামীর লাগানো আগুনে দুই সন্তান ও স্ত্রীর মৃত্যু

ককটেল বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ সুপারসহ আইন-শৃংখলা বাহিনীর একাধিক দল ঘটনাস্থলে এসেছে। সিসিটি ক্যামেরা দেখে অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে।

এছাড়া সন্ধ্যা ৭টার দিকে শহরের শান্তিমোড় মাইক্রোষ্টান্ডে আরও দু’টি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।

google news newsasia24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *