ঢাকার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর তেজগাঁও রেলস্টেশন থেকে তিতাস কমিউটার ট্রেন ঢাকা রেলওয়ে স্টেশনে আসার পথে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেনের আঘাতে লাইনচ্যুত হয়েছে। ফলে ঢাকার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল আপাতত বন্ধ রয়েছে।

আজ বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টায় ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ।

তিনি বলেন, তিতাস কমিউটার ট্রেন তেজগাঁও স্টেশন ছেড়ে আসার পরপরই এই ঘটনা ঘটেছে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেনের আঘাতে ওই ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে গেছে।

আরও পড়ুন: 

ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার জানিয়েছেন, রেল চলাচল স্বাভাবিক করতে কাজ চলছে, যত দ্রুত সম্ভব চলাচল স্বাভাবিক করা হবে।

google news newsasia24

[button color=”red” size=”medium” link=”https://news.google.com/publications/CAAqBwgKMKTlpAwwtt2zBA?ceid=US:en&oc=3″ icon=”” target=”false”]ফলো করুন[/button]

You May Also Like

+ There are no comments

Add yours