নিউজিএশিয়া২৪ ডেস্ক: রাশিয়ার একটি স্কুলে গুলি চালিয়েছে ঐ স্কুলের ১৪ বছরের এক ছাত্রী। এতে এক শিক্ষার্থী নিহত হয়েছেন এবং পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৭ ডিসম্বের) স্থানীয় সময় দুপুরের দিকে ইউক্রেনের সীমান্তবর্তী অঞ্চলের ব্রায়ানস্কের একটি স্কুলে এ ঘটনাটি ঘটেছে।
আহতদের মধ্যে শিশু রয়েছে বলে জানা গেছে।
রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ নভোস্তি জানিয়েছে, আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
রিয়া নভোস্তির শেয়ার করা একটি ভিডিওতে দেখা গেছে, হামলার সময় একটি শ্রেণীকক্ষে শিশুরা দরজার পেছনে লুকিয়ে রয়েছে। টেবিল ও চেয়ার দিয়ে দরজাটিকে আটকে দেয়া হয়েছে।
রাশিয়ার তদন্ত কমিটি আরআইএ জানিয়েছে, প্রাথমিক তদন্তে দেখা গেছে ১৪ বছর বয়সী মেয়েটি স্কুলে একটি পাম্প-অ্যাকশন শটগান নিয়ে এসেছিল। পরে সে তার সহপাঠীদের উপর গুলি করতে থাকে।
আরআইএ আরও জানিয়েছে, মেয়েটির বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
আরও পড়ুন:
-
ভারতে বিমান বিধ্বস্ত : নিহত২
-
তানজানিয়ায় বন্যা ও ভূমিধসে কম ৪৭ জন নিহত
-
স্বামীকে স্ত্রীর নগ্ন ছবি পাঠিয়ে ব্ল্যাকমেল
-
যুদ্ধ বিরতির পর আবারও গাজায় হামলা, নিহত: ১৭৮
-
পাকিস্তানে ৫১ নারী সন্ত্রাসীর তালিকা প্রকাশ: সিটিডি
উল্লেখ্য, রাশিয়ায় সাম্প্রতিক বছরগুলিতে বেশ কয়েকটি স্কুলে এধরনের ঘটনা ঘটেছে।
২০২২ সালের সেপ্টেম্বর, একজন বন্দুকধারী মধ্য রাশিয়ার একটি স্কুলে গুলি চালায়, এতে ১৭ জন নিহত এবং ২৪ জন আহত হয়। পরে নিজেকে গুলিকে করে আত্মহত্যা করেন।
২০২২ সালের এপ্রিল, এক ব্যক্তি মধ্য রাশিয়ার একটি কিন্ডারগার্টেনে দুই শিশুসহ এক স্টাফকে হত্যা করেছিল।
২০২১ সালের মে , এক ব্যক্তি রাশিয়ার কাজানে তার প্রাক্তন উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের উপর গুলি চালায়, সাত শিশুসহ নয়জনকে হত্যা করে।
২০১৮ সালে, রাশিয়ান-অধিকৃত ক্রিমিয়ায় ১৮ বছর বয়সী একজন ছাত্র একটি কলেজে গুলি চালিয়ে ২০ জনকে হত্যা করেছিল।
ফলো করুন