শিরোনাম
two-husband-one-wife-drama-parisha-jannat-newsasia24 3
অভিনেত্রী পারিশা জান্নাত

দুই স্বামী নিয়ে হাজির হচ্ছেন অভিনেত্রী পারিশা জান্নাত

মারুফ সরকার,স্টাফ রির্পোটার: মুক্তি পেতে যাচ্ছে ‘এক বউয়ের দুই স্বামী’। সম্প্রতি বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। নাটকটি পরিচালনা করেছেন রূপক বিন রউফ। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাঈদ বাবু, আকাশ রঞ্জন, পারিশা জান্নাতসহ অনেকেই ।

নির্মাতা রূপক বিন রউফ বলেন, নাটকটি সবার কাছে খুব ভালো লাগবে । আশা করি আপনারা নিরাশ হবেন না । যারা অভিনয় করেছে তারা খুব ভালো অভিনয় করেছে।

two-husband-one-wife-drama-parisha-jannat-newsasia24

অভিনেত্রী পারিশা জান্নাত বলেন, নাটকটি খুব ভালো মানের একটা নাটক। এক স্ত্রী কিভাবে দুই স্বামী থাকে এটা নিয়ে নাটকটি। আপনারা খুব মজা পাবেন আশা করি । আর আমার যারা ভক্ত আছেন তারা অবশ্যই নাটকটি দেখবেন ।

two-husband-one-wife-drama-parisha-jannat-newsasia24 2

আরও পড়ুন: 

আপনারা যত বেশি নাটক দেখবেন আমরা তত কাজের আগ্রহ পাবো । আর আপনারা সবাই বেশি বেশি বাংলা নাটক দেখবেন । উল্লেখ্য, নাটকটি এক বেসরকারি চ্যানেলে প্রচার হবে বলে জানিয়েছেন নির্মাতা ।

google news newsasia24

ফলো করতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *