নিউজ এশিয়া২৪ ডেস্ক: বর্তমানে চাকরি অনেক ভাগ্যের ব্যাপার। আর অন্যদিকে সরকারি চাকরি তো সোনার হরিণ। বেশিরভাগ ছেলেমেয়েরা লেখাপড়ার পাশাপাশি ঝুকছে ফ্রিল্যান্সিং এর দিকে। ফ্রি অর্থ স্বাধীন আর ল্যান্সিং অর্থ কাজ। ফ্রিল্যান্সিং আপনি স্বাধীনভাবে করতে পারবেন। এখানে বাধা ধরা কোন সময় নেই।
বর্তমানে অনেকেই এখানে লক্ষ লক্ষ টাকা উপার্জন করছে। ইচ্ছা করলে আপনিও শিখে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। অনলাইনে টাকা ইনকাম করার অনেক ধরনের প্রসেস আছে। কেউ ডিজিটাল মার্কেটিং, কেবা গ্রাফিক্স ডিজাইন, কেউবা ভিডিও এডিটিং, কেউ আবার শুধুমাত্র টাইপ করে অনেক টাকা ইনকাম করছে।
অনলাইনে মূলত আপনাকে কাজ জানতে হবে। কাজ জানলে আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। বিভিন্ন কোর্স করে আপনি কাজগুলো শিখতে পারবেন। অন্যদিকে ফেসবুক কিংবা ইউটিউবের সহায়তায় আপনি কাজগুলো শিখতে পারবেন। বিভিন্ন সাইট থেকে অনুসন্ধান করেও শিখে নিতে পারবেন অনলাইনে আয় করার সিস্টেম।
আরও পড়ুন>>৫ ধাপেই করে ফেলুন সর্বজনীন পেনশনের আবেদন
তাই আজ নিউজ এশিয়া ২৪ এর পাঠকদের জন্য তুলে ধরা হলো অনলাইন থেকে আয় করার বেশ কয়েকটি মাধ্যম।
আসুন জেনে নেই অনলাইন থেকে ইনকাম করার ১৬ টি উপায় বা মাধ্যম:
১. ফ্রিল্যান্সিং করে অনলাইন থেকে ইনকাম
২.কনটেন্ট রাইটিং ও ব্লগিং করে অনলাইনে টাকা ইনকাম
৩. ইউটিউবিং করে অনলাইনে ইনকাম
৪. পেইড সার্ভের মাধ্যমে অনলাইনে ইনকাম
৫. ওয়েবসাইট তৈরি করে অনলাইনে টাকা আয়
আরও পড়ুন>>কিবোর্ডে বাংলা টাইপ করার সবচেয়ে সহজ পদ্ধতি!
৬. ফেসবুকের মাধ্যমে অনলাইনে ইনকাম
৭. গুগল এডসেন্স থেকে অনলাইন ইনকাম
৮. অ্যাফিলিয়েট মার্কেটিং করে অনলাইন ইনকাম
৯. ওয়েবসাইট ও অ্যাপ টেস্টার হয়ে অনলাইনে ইনকাম
১০. ছবি ও ফুটেজ বিক্রি করে অনলাইনে ইনকাম
১১. কিন্ডলে ইবুকের মাধ্যমে অনলাইন ইনকাম
১২. ভয়েস ওভার আর্টিস্ট হয়ে অনলাইনে টাকা আয়
১৩. ডোমেইন নেম বেচা-কেনার মাধ্যমে অনলাইন ইনকাম
১৪. অনলাইন টিউটর হয়ে ইনকাম
১৫. ডেটা এন্ট্রি করে অনলাইন ইনকাম এবং