মসজিদের ইমাম-খতিবদের সম্মানী তিনগুন বাড়ানোর আশ্বাস

নিজস্ব প্রতিবেদক: ২৬০০ মসজিদের ইমাম-খতিবদের সম্মানী তিনগুন বাড়ানোর আশ্বাস দিয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম ।

মো. জাহাঙ্গীর আলম বলেছেন, আমি মেয়র থাকাকালে গাজীপুর সিটি করপোরেশন এলাকায় ২৬০০ মসজিদের ইমাম ও খতিবকে মাসিক সম্মানী ভাতার ব্যবস্থা করেছিলাম।

আমাকে মেয়রের পদ থেকে সরিয়ে দিয়ে প্রথমই সকল ইমাম-খতিবদের সম্মানী বন্ধ করে দেওয়া হয়। তিনি এসব ইমাম ও খতিবদের সম্মানী ভাতা তিনগুন বৃদ্ধি করে দেওয়ার আশ্বাস দিয়েছেন।

imam-muajjin-salary-double-newsasia24

আরও পড়ুন: 

শনিবার (৯ ডিসেম্বর) বিকালে গাজীপুর মহানগরীর ২১নং ওয়ার্ডের নান্দুয়াইন মাস্টারবাড়ি এলাকায় জামিয়া আতুল উলুমিল ইসলামিয়া গাজীপুরের বার্ষিক বড় সভায় এসব কথা বলেন।

তিনি বলেন, আমি জেলা শহরের কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক ছিলাম। আমাকে না জানিয়ে কমিটি থেকে বাদ দিয়ে দেওয়া হয়। এমনকি কমিটির একজন সদস্য পর্যন্ত রাখা হয়নি। সবাই কে বাদ দেওয়া হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন সৌদি আরবের মদিনা বিশ্ববিদ্যালয়ের শায়েখ ড. আদনান আল খাতিরী।

google news newsasia24

You May Also Like

+ There are no comments

Add yours