জামায়াতে ইসলামীর মানববন্ধনে পুলিশের আতর্কিত হামলা

নিজস্ব প্রতিবেদক: আজ সকালে রাজধানীর যাত্রাবাড়ীর শহিদ ফারুক রোডে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে মানববন্ধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ।

মানববন্ধন কর্মসূচি চলাকালে পুলিশ আতর্কিত হামলা চালায়। মানববন্ধনের ছত্রভঙ্গ করতে গুলিবর্ষণ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতারও করে পুলিশ।

আজ রবিবার (১০ ডিসেম্বর) সকাল সোয়া ৮টার দিকে পুলিশ এ হামলা চালায়।

jamat-islami-manchain-police-fire-arrest-newsasia24 2

মানববন্ধনে নেতৃত্বে দেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন।

আরও পড়ুন: 

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন ও ড. আব্দুল মান্নান কামরুল আহসান, ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি তৌহিদুল ইসলাম, ঢাকা মহানগরী পূর্বের সভাপতি তাকরিম হাসান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ, সহ ঢাকা মহানগরী দক্ষিণের বিভিন্ন থানা আমির ও সেক্রেটারিবৃন্দ।

কেন্দ্রীয় নির্বাহী পরিষদ শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচিতে পুলিশের হামলার ঘটনায় তাৎক্ষণিক নিন্দা ও প্রতিবাদ জানান।

You May Also Like

+ There are no comments

Add yours