ফাহিম শাওন: ভারত থেকে পেঁয়াজের আমদানি বন্ধ হওয়ায় হঠাৎ করে সারাদেশে বেড়ে গেছে পেঁয়াজের ঝাঝ। কেজি প্রতি বিক্রি করা হচ্ছে ২৪০ টাকায়। রাজধানীসহ সারাদেশে খুচরা বাজারে এখন পেঁয়াজের কেজি ২৪০ টাকা। আর কেজিতে ৯০ টাকা বেড়ে ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ২২০ টাকা।
আজ রবিবার (১০ ডিসেম্বর) রাজশাহীতে ৫০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে। দুপুর থেকে টিসিবির পন্য নিয়ে হাজির হয় মেসার্স জীবন মুদি স্টোর।
আরও পড়ুন>>অনলাইনে ইনকাম করার ১৬ টি উপায়
রাজশাহীর কোর্ট ষ্টেশন এলাকায় টিসিবির পেঁয়াজ ভর্তি ট্রাক পৌঁছানোর সাথে সাথেই উপচে পড়া ভির জমে সাধারন মানুষের। দীর্ঘ লাইনে নারী ও পুরুষের কাড়াকাড়ি।
স্থানীয় এক ক্রেতা জানান, পেঁয়াজের যে দাম তাতে আমাদের মত গরীব মানুষের কেনা কষ্টসাধ্য হয়ে গেছে। এখানে ৫০ টাকা কেজি দরে পেঁয়াজ পেয়ে সকলেই খুশি।
আরও পড়ুন>>পেঁয়াজের বাজারে আগুন!
উল্লেখ্য ভারতের বাজারে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে রপ্তানি বন্ধের পদক্ষেপ নেয় দেশটির ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড (ডিজিএফটি)। তবে পেঁয়াজ রপ্তানির জন্য যদি কোনো দেশ ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ জানায়, তাহলে তা বিবেচনা করবে সংস্থাটি।
[button color=”red” size=”small” link=”https://news.google.com/publications/CAAqBwgKMKTlpAwwtt2zBA?ceid=US:en&oc=3″ icon=”” target=”true”]Follow[/button]
+ There are no comments
Add yours