কাভার্ড ভ্যান ও ইজিবাইকের সংঘর্ষ: নিহত ৩

নিউজ এশিয়া২৪ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকের তিন যাত্রী নিহত হয়েছেন ও আহত হয়েছেন ৪ জন।

আজ (১৪ ডিসেম্বর) বেলা ১২টার দিকে চুনারুঘাট উপজেলার চানভাঙা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

hobigonj-kavard-van-accident-newsasia24

নিহতরা হলেন চুনারুঘাট উপজেলার ফারুক মিয়ার ছেলে তানিম মিয়া (১৭), একই উপজেলার রামশ্রী গ্রামের আনোয়ার আলীর মেয়ে তামান্না আক্তার (১৪) ও উমেদনগর এলাকার ছমেদ আলীর স্ত্রী সুফিয়া খাতুন (৪৫)।

স্থানীয় পুলিশ জানায়, শায়েস্তাগঞ্জ থেকে একটি যাত্রীবাহী ইজিবাইক চুনারুঘাট শহরের দিকে যাচ্ছিল। তখন বিপরীত দিক থেকে আসা স্টেডফাস্ট নামক একটি কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানের সাথে ওই স্থানে মুখোমুখি সংঘর্ষ হয়।

আরও পড়ুন>>বাংলাদেশের বুকে প্রথম স্মার্ট গ্রাম

এ ঘটনায় তামান্না আক্তার ঘটনাস্থলেই মারা যান। আহতদের হবিগঞ্জ জেলা সদর ২৫০ শয্যা হাসপাতালে আনলে তানিম মিয়া ও সুফিয়া খাতুনের মৃত্যু হয়। অন্য আহতদের একজন নিজবা বেগম (৪০) নামে এক নারী হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

google news newsasia24

[button color=”green” size=”medium” link=”https://news.google.com/publications/CAAqBwgKMKTlpAwwtt2zBA?ceid=US:en&oc=3″ icon=”” target=”true”]Follow[/button]

চুনারুঘাট থানার পরিদর্শক (তদন্ত) প্রজিত কুমার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, বেলা ১২টায় শায়েস্তাগঞ্জ-চুনারুঘাট কাভার্ড ভ্যান-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।

নিহতদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রোরণ করা হয়েছে। আহতদের হবিগঞ্জ ও চুনারুঘাট হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন:

You May Also Like

+ There are no comments

Add yours