জাতীয় পার্টি নির্বাচনে যাচ্ছে

নিউজ এশিয়া২৪ ডেস্ক: আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি।

আজ (১৭ ডিসেম্বর) বেলা সাড়ে ৩টার সময় জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান জাতীয় পার্টির মহাসচিব মজুবুল হক।

bangladesh-national-party-newsasia24

জাতীয় পার্টি নির্বাচনে থাকবে কি থাকবে না তা আজ রবিবার বিকেলে জানাবে বলে সাংবাদিকদের বলেছিলেন দলটির মহাসচিব মুজিবুল হক। আজ বেলা ১টার পর দলের চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

আরও পড়ুন>>জামায়াতে ইসলামীর মানববন্ধনে পুলিশের আতর্কিত হামলা

তিনি বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করছেন। এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তিনি বলেন, নির্বাচনে থাকা না থাকা সরকারের সঙ্গে সমঝোতার বিষয় নয়, দলীয় সিদ্ধান্তের বিষয়। আরও কয়েক ঘণ্টা সময় নেওয়া হচ্ছে নিজেদের প্রয়োজনে।

আরও পড়ুুুুন>>গ্যাস বিস্ফোরণ, একই পরিবারের ৪ জন দগ্ধ

আওয়ামী লীগ ও জাতীয় পার্টি (জাপা) সূত্র বলছে, জাপা আওয়ামী লীগের কাছে বেশ কিছু আসনে নৌকা প্রতীকের প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার চায়। পাশাপাশি জাপা চায় আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরাও প্রার্থিতা থেকে সরে দাঁড়াক।

বিষয়টি নিয়ে কয়েক দিন ধরে দুই দলের নেতাদের মধ্যে বৈঠক হচ্ছে। তবে বৈঠকের স্থান ও আলোচনার বিষয় গোপন থাকছে।

google news newsasia24

[button color=”green” size=”medium” link=”https://news.google.com/publications/CAAqBwgKMKTlpAwwtt2zBA?ceid=US:en&oc=3″ icon=”” target=”true”]Follow[/button]

You May Also Like

+ There are no comments

Add yours