পলিথিনে মোড়ানো নবজাতক মেয়ে শিশুর লাশ উদ্ধার

নিউজ এশিয়া২৪ ডেস্ক: বগুড়ার শেরপুরে মনপুর ইউনিয়নে পলিথিনে মোড়ানো মৃত অবস্থায় নবজাতক মেয়ে শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

আজ সোমবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের মনপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করে শেরপুর থানা পুলিশ।

bogura-child-died-newsasia24

স্থানীয়রা জানান, গতকাল রবিবার রাতের কোনো এক সময়ে পলিথিন ও কাপড়ে মুড়িয়ে কারা যেন মির্জাপুর খাদ্যগুদামের পূর্বপাশে সড়কের পাশে ফেলে রেখে যায়। স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে।

আরও পড়ুন:

এ বিষয়ে শেরপুর থানার অফিসার রেজাউল করিম রেজা বলেন, মৃত নবজাতকটির পরিচয় জানা যায়নি। পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য নবজাতকের লাশটি বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

google news newsasia24

[button color=”green” size=”medium” link=”https://news.google.com/publications/CAAqBwgKMKTlpAwwtt2zBA?ceid=US:en&oc=3″ icon=”” target=”true”]Follow[/button]

You May Also Like

+ There are no comments

Add yours