নিউজ এশিয়া২৪ ডেস্ক: ইনশাআল্লাহ, আগামীকাল থেকে মাঠে নামবো। আজ রাতে বগুড়া চলে যাবো। যাই হোক নির্বাচনের শেষ পর্যন্ত থাকব। খালি মাঠ ছেড়ে দেবো না।
আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে এসব কথা বলেন হিরো আলম।
হিরো আলম বগুড়া-৪ আসনের বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হয়েছেন। তিনি ‘ডাব’ প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করছেন।
আরও পড়ুন>>জাতীয় পার্টি নির্বাচনে যাচ্ছে
এর আগে গত ফেব্রুয়ারিতে বগুড়া-৬ (সদর) ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ছিলেন তিনি। পরে ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনেও অংশ নেন হিরো আলম।
আরও পড়ুন>>৩৬ ঘণ্টার অবরোধ ডেকেছে বিএনপি
সংসদ সদস্য হিসেবে তিনবার নির্বাচন করার অভিজ্ঞতা তুলে ধরে হিরো আলম বলেন, আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। এটা আমার চতুর্থবার নির্বাচন করা। এর আগে নির্বাচনে আমি হামলার শিকার হয়েছি। আশা করছি, এইবার শিকার হবো না। নির্বাচনে কারচুপি হবে না।
Follow