লিমা পারভীন: শীত এলেই সবজি হয়ে ওঠে সবার প্রিয় খাবার। তাই সবজি দিয়ে তৈরি করুন সুস্বাদু ও মজাদার ভেজিটেবল প্যানকেক।
ভেজিটেবল প্যানকেক তৈরির উপকরণ গুলো নিম্নে দেওয়া হলো:
১. একটি গাজর কুচি, ২. পালংশাক কুচি, ৩. বেবি কর্ন ১/২ কাপ, ৩. ক্যাপসিকাম ১/২ কাপ, ৪. ক্রিম বা দুধ, ৫. গোলমরিচ গুঁড়া, ৬. ১ কাপ ময়দা, ৭. ৬টি ডিম ও পানি।
কীভাবে তৈরি করবেন:
প্রথমে সবজি গুলো হালকা সিদ্ধ করে নিন। অল্প কিছু ময়দা, গোলমরিচ গুঁড়া এবং ডিম ভালো করে মিশিয়ে নিন। এবার ক্রিম বা দুধ মিশিয়ে নিন। তারপর সামান্য পানি ভালো করে মিশিয়ে নিন। এমনভাবে মেশাবেন যাতে ফেনা উঠে যায়। মেশানোর সঙ্গে সঙ্গে সব সবজি দিয়ে দিন। তারপর বাকি ময়দা মিশিয়ে নিন।
ময়দা, সবজি, ডিম ভালো করে মিশিয়ে নিন। মিশ্রণটি যেন বেশি পাতলা বা ঘন না হয়ে যায়। এবার চুলায় প্যান গরম হয়ে এলে এতে মাখন বা তেল দিয়ে দিন। সবজির মিশ্রণটি গোল করে প্যানে দিন। অল্প আঁচে কেকটি রান্না করুন।
এক পিঠ হয়ে গেলে অন্য পিঠ উল্টিয়ে দিন। বাদামি রং হয়ে গেলে নামিয়ে ফেলুন এবং পরিবেশন করুন মজাদার ভেজিটেবল প্যানকেক।
আরও পড়ুন:
-
জলপাইয়ের সুস্বাদু ঝুরি আচারের রেসিপি
-
কম বয়সে পাকা চুল থেকে মুক্তির ১৫ টি ঘরোয়া টিপস
-
৮টি উপায়ে চিন্তা মুক্ত থাকুন
-
শীতে খুশকি থেকে মুক্তির ৭ টি ঘরোয়া টিপস
[button color=”green” size=”medium” link=”https://news.google.com/publications/CAAqBwgKMKTlpAwwtt2zBA?ceid=US:en&oc=3″ icon=”” target=”true”]Follow[/button]
+ There are no comments
Add yours