নিউজ এশিয়া২৪ ডেস্ক: চিত্রনায়িকা মাহিয়া মাহি বলেছেন, আমি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত নির্বাচন সুষ্ঠু হবে। তবে প্রার্থীরা নিজ নিজ জায়গা থেকে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
আজ বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে রাজশাহী সার্কিট হাউসে জেলার ছয় আসনের প্রার্থীদের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মাহিয়া মাহি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য যা করা লাগে তারা সেটা করবেন বলে প্রধান নির্বাচন কমিশনার আমাদের জানিয়েছেন। নির্বাচনী কাজে বাঁধার সম্মুখীন হলে কমিশনকে জানাতে হবে।
নির্বাচনী প্রচারণায় বাধার সম্মুখীন হয়েছেন কি না জানতে চাইলে মাহি বলেন, কিছু বাধাতো থাকবেই। প্রতিপক্ষ বাধা দিবে, আমি কাউন্টার দিবো। টুকটাক বাধা আসবে এটাই স্বাভাবিক।
আরও পড়ুুুুুুুুন:
-
রাজশাহীতে বিদ্যুতের খুঁটি পড়ে কিশোরের মৃত্যু
-
পলিথিনে মোড়ানো নবজাতক মেয়ে শিশুর লাশ উদ্ধার
-
থানায় আটক ১২টি ছাগল
-
শিশু ভ্যান চালককে হত্যা
সাংবাদিকদের প্রশংসা করে এই নায়িকা বলেন, আমি খুব হ্যাপি। সবচেয়ে হ্যাপি গণমাধ্যমকর্মীদের জন্য। আপনারা না থাকলে সবকিছু অন্যরকম হতে পারতো।
[button color=”green” size=”medium” link=”https://news.google.com/publications/CAAqBwgKMKTlpAwwtt2zBA?ceid=US:en&oc=3″ icon=”” target=”true”]Follow[/button]
+ There are no comments
Add yours